যশোরে মণিরামপুরের প্রতারণার মাধ্যমে বিয়ে করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই গৃহবধূ বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে বিচারক মাহাদী হাসান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মণিরামপুরের রসুলপুর গ্রামের মোমরেজ আলী শেখের দুই ছেলে হারুন অর রশিদ ও কামরুজ্জামান টিটো।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ও বাদীর বাড়ি দুই থানা এলাকায় হলেও পাশাপাশি গ্রামের বাসিন্দা। মামলার বাদী ওই গৃহধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থেকে ওই গৃহবধূর স্বামী প্রচুর টাকা পাঠাতো যা আসামিরা জানতো। এ টাকা আত্মসাতের চক্রান্ত করতে থাকে আসামিরা। এর মধ্যে নানা প্রলোভন দেখিয়ে হারুন অর রশীদ গৃহবধূর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। এরপর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ৯ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর ওই গৃহবধূর স্বামীকে তালাক করিয়ে হারুন অর রশীদ তাকে বিয়ে করে। এরপর হারুন অর রশীদ আরও টাকার জন্য ওই বধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। টাকা দিতে অস্বীকার করায় হারুন অর রশীদ তার ভাই কামরুজ্জামান টিটোর সহযোগিতার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছেড়ে দেয়। যা তিনি সাক্ষীদের মাধ্যমে জানতে পেরে সামাজিক ভাবে হেয় পতিপন্ন হওয়ায় তিনি আদালতে মামলা করেছেন
Leave a Reply